শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তানে আবার হত্যাযজ্ঞ

বোমা হামলায় নিহত ১৮

আবার হত্যাযজ্ঞ দেখল পাকিস্তান। গতকাল দুটি স্থানে বোমা হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। প্রথম হামলাটি হয় দেশটির পেশোয়ারের একটি খ্রিস্টান কলোনিতে। তাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা পর আরেকটি হামলা হয় খাইবার-পাখতুনখাওয়ার মারদানের দায়র আদালত ভবনের বাইরে। এ হামলায় কমপক্ষে ১২ জন নিহত হন। আহত হন অন্তত ৫০ জন। হামলাকারী আদালতের ফটকের কাছে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এতে তার শরীরে থাকা সুইসাইড ভেস্টও বিস্ফোরিত হয়। জামা’আতুল আহরার নামে স্থানীয় একটি জঙ্গি সংগঠন ওই হামলার দায় স্বীকার করে। তিন সপ্তাহ আগে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় যেভাবে আইনজীবীদের নিশানা করে হামলা হয়েছিল, শুক্রবার খাইবার-পাখতুনখাওয়ার মারদান শহরেও সে ধাঁচেই হামলা হয়েছে। মারদানের জেলা আদালত চত্বরে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয়েছে এদিন। এ পর্যন্ত ১২টি মৃতদেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে যেমন আইনজীবীরা রয়েছেন, তেমনই রয়েছেন সাধারণ মানুষও। বিবিসি।

সর্বশেষ খবর