শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

বিমান দুর্ঘটনায় নিহত সুভাষ

ব্রিটিশবিরোধী  আন্দোলনের নেতা সুভাষচন্দ্র বোস ১৯৪৫ সালে তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন বলে জাপান সরকারের ৬০ বছরের পুরনো এক নথিতে বলা হয়েছে। ভারতের পিটিআইর প্রতিবেদনে বলা হয়, ‘ইনভেস্টিগেশন অন দ্য কজ অব ডেথ অ্যান্ড আদার ম্যাটার্স অব দ্য লেইট সুভাষচন্দ্র বোস’ শিরোনামের এই প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে বলে বোসফাইলস ডট ইনফো নামের যুক্তরাজ্যভিত্তিক একটি ওয়েবসাইট জানিয়েছে।

ভারতজুড়ে হরতাল

বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সরকারের শ্রমিকবিরোধী নীতি প্রতিবাদ ও মজুরি বৃদ্ধিসহ একাধিক দাবিতে গতকাল ভারতের বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ২৪ ঘণ্টা দেশজুড়ে সাধারণ হরতালে মিশ্র সাড়া পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে যান চলাচল প্রায় স্বাভাবিক। শিয়ালদহ ও হাওড়া রেল স্টেশন থেকে মোটামুটি সময়েই চলছে ট্রেন। রাস্তায় বাস, টেক্সি, অটো সবকিছুই চলছে, যদিও গাড়িতে মানুষের উপস্থিতি কিছুটা কম। দমদম বিমানবন্দর থেকেও উড়ান পরিষেবা স্বাভাবিক রয়েছে। কলকাতা প্রতিনিধি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর