শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস কেজিবির চর ছিলেন?

ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস কেজিবির চর ছিলেন?

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস সোভিয়েত গুপ্তচর সংস্থা কেজিবির চর ছিলেন বলে দাবি করছেন ইসরায়েলের গবেষকরা। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, তারা সম্প্রতি যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে কিছু দলিল খুঁজে পেয়েছেন, যাতে দেখা গেছে মাহমুদ আব্বাস দামেস্কে থাকাকালে কেজিবির চর হিসেবে কাজ করেছেন। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্টের একজন মুখপাত্র একে তার চরিত্র হরণের এক উদ্ভট চেষ্টা বলে মন্তব্য করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন নতুন করে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছেন, তখনই ইসরায়েলি গবেষকরা এরকম একটি দাবি করলেন। ইসরায়েলি গবেষকদের ভাষ্য, যে দলিল তারা খুঁজে পেয়েছেন, তাতে মাহমুদ আব্বাসকে ১৯৮৩ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে সোভিয়েত অনুচর বলে বর্ণনা করা হয়েছে। কেজিবির একজন গুপ্তচর ভাসিলি মিত্রোখিন যখন পক্ষত্যাগ করেন, তখন তিনি হাজার হাজার পৃষ্ঠার দলিল ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিলেন। এরকম একটি দলিলে মাহমুদ আব্বাসকে ‘ক্রোটভ’ বা চর বলে বর্ণনা করা হয়েছে। মাহমুদ আব্বাস জীবনের একটি সময় দামেস্কে থেকেছেন এবং সেখানে পড়াশোনা করেছেন। তবে কখন কীভাবে কেজিবি তাকে ‘চর’ হিসেবে নিয়োগ করে তার বিস্তারিত ইসরায়েলি গবেষকরা জানাননি। বিবিসি

সর্বশেষ খবর