সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিরীয় সেনা অবস্থানে মার্কিন হামলা, নিহত ৬২

‘হামলা ভুল করে’ দুঃখ প্রকাশ পেন্টাগনের

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী পূর্ব সিরিয়ায় বাশার বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৬২ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ সেনাবাহিনী। তবে এ হামলা ভুল করে চালানো হয়েছে বলে স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক মুখপাত্র ‘অনিচ্ছাকৃত এ প্রাণহানির’ জন?্য ‘দুঃখ’ প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, দিয়ের আল জৌর এলাকায় সিরীয় সেনাদের উপস্থিতির তথ?্য পাওয়ার পর তাদের বিমানগুলো হামলা চালানো বন্ধ করে। সিরিয়ার যুদ্ধের পর্যবেক্ষক গোষ্ঠী যুক্তরাজ্য-ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এ ঘটনায় নিহতের সংখ্যা অন্তত ৮০ বলে জানিয়েছে। রাশিয়ার আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি  বৈঠকে হামলার পর উদ্ভূত সঙ্কট নিয়ে আলোচনা চলছে।

পূর্ব সিরিয়ায় জোট বাহিনীর বিমান হামলার আগে রাশিয়া বলেছিল, সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার বিপদের মুখে রয়েছে এবং এ জন্য যুক্তরাষ্ট্র দায়ী থাকবে।  সিরিয়ার যুদ্ধবিরতিতে আইএস ও অন্যান্য উগ্রপন্থী ইসলামী জিহাদি গোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। এদের ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলা অব্যাহত আছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘জোট ধারণা করেছিল তারা তথাকথিত ইসলামিক  স্টেটের (আইএস) অবস্থানের ওপর হামলা চালাচ্ছে, কিন্তু সিরিয়ার সামরিক বাহিনীর একটি অংশের সেনা ও গাড়িগুলোকে লক্ষ্য করে সম্ভবত হামলা চালানো হচ্ছে, রুশ কর্মকর্তারা এমন খবর দেওয়ার সঙ্গে সঙ্গে হামলা থামিয়ে দেওয়া হয়।’ এতে বলা হয়, ‘আসন্ন বিমান হামলা সম্পর্কে সম্মিলিত বিমান অভিযান কেন্দ্র (কম্বাইন্ড এয়ার অপারেশন্স  সেন্টার) রুশ পক্ষকে আগেই জানিয়ে  রেখেছিল।’ এতে আরও বলা হয়, ‘বিভিন্ন সামরিক ও বেসামরিক বাহিনীর সহাবস্থানের কারণে জটিল পরিস্থিতিতে আছে সিরিয়া, কিন্তু  জোট বাহিনী সচেতনভাবে জানা কোনো সিরীয় সামরিক ইউনিটের ওপর হামলা করে না। জোট বাহিনী এই হামলা ও এর পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখবে এ থেকে  কোনো শিক্ষা নেওয়া যায় কিনা।’

সিরীয় সেনা অবস্থানে জোট বাহিনীর ওই চারটি বিমান হামলা আইএসকে অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়ার আর্মি জেনারেল কমান্ড। এতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জিহাদি গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে এই বিমান হামলা তার সুনির্দিষ্ট প্রমাণ।’

সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে আইএস: সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল-জৌর শহরে সিরীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি গোষ্ঠটি সংশ্লিষ্ট আমাক বার্তা সংস্থা গতকাল একথা জানিয়েছে। যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। এএফপি

সর্বশেষ খবর