সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাখির মতো এয়ারপোর্ট

পাখির মতো এয়ারপোর্ট

তুর্কেমেনিস্তানের রাজধানী অ্যাসগাবাটে উদ্বোধন হয়েছে এক নতুন আন্তর্জাতিক এয়ারপোর্ট। যেটি দেখতে ঠিক ডানা মেলা বাজপাখির মতো। দেশটির জাতীয় বিমান সংস্থার প্রতীকের সঙ্গে মিল রেখে এই নকশা করা হয়েছে। নতুন পাঁচতলা এই এয়ারপোর্ট ভবনটি তৈরিতে কর্তৃপক্ষের খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি ডলার। যদিও বলা হচ্ছে, প্রতি ঘণ্টায় ১ হাজার ৬০০র বেশি যাত্রীর আসা-যাওয়া প্রক্রিয়া শেষ করার ক্ষমতা রয়েছে এই এয়ারপোর্টের কিন্তু ‘স্বৈরতান্ত্রিক শাসন’ আর বিপুল প্রাকৃতিক শক্তির মজুদের জন্য বিখ্যাত  দেশটিতে খুব কম বিদেশিই বেড়াতে যান। তবে, দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গলি বার্ডিমুখামেদভ নিজের দেশের ট্রানজিট দেশ হবার খুব সম্ভাবনা আছে বলে দাবি করেন। বিভিন্ন শৈল্পিক স্থাপনা বা ভবনের জন্য খ্যাতি আছে অ্যাসগাবাটের, শহরে একটি পাবলিশিং হাউজ আছে যার আকৃতি একটি খোলা বই এর মতো। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর