সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
সিরিয়ায় যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন পুতিনের

সিরিয়ায় যুদ্ধবিরতি অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াইরত ‘সন্ত্রাসীদের’ সঙ্গে সম্পর্ক ছেদে ওয়াশিংটন প্রস্তুত নয় বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট।

ওয়াশিংটনের বিরুদ্ধে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার অভিযোগ করছে মস্কো। যুক্তরাষ্ট্র কেন যুদ্ধবিরতি চুক্তির লিখিত অনুলিপি প্রকাশ করছে না তা নিয়ে শনিবার প্রশ্ন তুলেছেন পুতিন।

এদিকে কিরগিজস্তান সফরে পুতিন বলেছেন, ‘সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র যে সমস্যার মধ্যে পড়েছে তার কারণে এটা হচ্ছে। তারা এখনো আধা ক্রিমিনাল ও সন্ত্রাসীদের থেকে কথিত ‘ভালো’ বিরোধীদের আলাদা করতে পারেনি।’ রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে, বাশার আসাদের বৈধ সরকারের বিরুদ্ধে লড়াই টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা থেকে এটা হচ্ছে।’

গত শনিবার জেনেভায় দিনব্যাপী আলোচনার পর এ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এতে সোমবার সূর্যাস্তের পর থেকে সিরিয়াজুড়ে যুদ্ধবিরতি শুরু, মানবিক ত্রাণ সরবরাহ পরিস্থিতির উন্নয়ন এবং নিষিদ্ধ ঘোষিত ইসলামী উগ্রপন্থি গোষ্ঠীগুলোর ওপর যৌথ অভিযানের কথা বলা হয়। এএফপি

সর্বশেষ খবর