মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

সেলফিতে সর্বনাশ

ভারতের তেলেঙ্গানা রাজ্যে সেলফি তোলার সময় দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া এক বন্ধুকে উদ্ধার করতে গিয়ে অপর পাঁচ বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার তেলেঙ্গানার ওয়ার‌্যাঙ্গাল জেলার ধর্মসাগর হ্রদে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। পুলিশ জানিয়েছে, ভাগদেবী ইঞ্জিনিয়ারিং কলেজের ছয় শিক্ষার্থী ধর্মসাগর হ্রদে বেড়াতে যায়। তাদের মধ্যে রামিয়া প্রাতিউষা নামের একজন সেলফি তোলার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। প্রাতিউষাকে বাঁচাতে অন্য পাঁচ বন্ধুও একে একে হ্রদের পানিতে  ঝাঁপিয়ে পড়েন।

বিজেপিতে যোগ দিচ্ছেন

সাবেক ছিটমহলবাসীর প্রিয় নেতা ও নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির আহ্বায়ক দীপ্তিমান সেনগুপ্ত ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, আজ দুপুরের দিকে কোচবিহারের রবীন্দ্রভবনে বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দীপ্তিমান তার অনুসারীদের নিয়ে বিজেপিতে যোগ দেবেন। এ বিষয়ে গতকাল কোচবিহার থেকে দীপ্তিমান সেনগুপ্ত মোবাইল ফোনে এ প্রতিনিধিকে বলেন, ‘যারা ছিটমহল সমস্যার সমাধান করেছে, তেমন একটি সর্বভারতীয় দলের সঙ্গে আমি যুক্ত হতে চলেছি। কলকাতা প্রতিনিধি

অস্ট্রেলিয়ার দুঃখ প্রকাশ

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াই চলাকালে সিরীয় সেনাবাহিনীর ওপর বিমান হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। রবিবার পূর্ব সিরিয়ার দিয়ের আল জোউরে সিরীয় সেনা অবস্থানে যুক্তরাষ্ট্র্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ওই বিমান হামলায় অন্ততপক্ষে ৮০ সিরীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। বিবিসি বলছে, ‘ভুলক্রমে’ চালানো ওই হামলায় অস্ট্রেলীয় যুদ্ধবিমান যুক্ত ছিল বলে নিশ্চিত করেছেন টার্নবুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর