মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিউইয়র্কের ‘বোমাবাজ’ গোলাগুলির পর গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্কের ‘বোমাবাজ’ গোলাগুলির পর গ্রেফতার

সন্দেহেভাজন আহমেদ খান রাহামী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং নিউ জার্সিতে বোমা হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আফগান বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিককে গতকাল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার করার সময় আহমেদ খান রাহামীর নামে ২৮ বছর বয়স্ক ওই ব্যক্তির সঙ্গে পুলিশের বন্দুক-যুদ্ধ হয়। এতে তিনি ও দুজন পুলিশ আহত হন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই হামলার ঘটনায় তদন্ত খুব দ্রুত গতিতে চলছে। তিনি জনগণকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন। নিউ জার্সির এলিজাবেথ সিটিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নিউইয়র্কের পুলিশ বলছে, হামলাকারীরা হয়তো যুক্তরাষ্ট্রের ভিতরেই গজিয়ে ওঠা একটি সন্ত্রাসী চক্র। তার কয়েকজন আত্মীয়স্বজনকেও পুলিশ গ্রেফতার করেছে।

এর আগে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, চেলসিতে শনিবার রাতে যে বিস্ফোরণ ঘটেছে তা একটি সন্ত্রাসী ঘটনা, কিন্তু এর সঙ্গে আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। হামলার পর নিউইয়র্ক শহরে অতিরিক্ত এক হাজার পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর