শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
উরি হামলা

গাফিলতি ছিল জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

কলকাতা প্রতিনিধি

গাফিলতি ছিল জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

মনোহর পারিকর

কাশ্মীরের উরির সেনাছাউনির নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল বলে জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। দিল্লিতে গতকাল একটি অনুষ্ঠানে উরি প্রসঙ্গে তিনি বলেন, ‘কোথাও তো ভুলত্রুটি ছিল। আমি এ নিয়ে কিছু বলতে চাই না। কারণ এটি সংবেদনশীল বিষয়।’ তার ব্যাখ্যা, ‘যখন কোনো কিছুতে ভুল হয়, তখন সবারই লক্ষ্য থাকে যাতে সেটা দ্বিতীয়বার না হয়। কোথায় ভুল হয়েছে, তা প্রথমে খুঁজে বের করব। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেব যাতে এর পুনরাবৃত্তি না হয়।’ উরির ঘটনার তদন্তে নেমে শুরু থেকেই গোয়েন্দারা মনে করছেন, নিজেদের কারও জন্যই কার্যত বিনা প্রতিরোধে জঙ্গিরা ভিতরে ঢুকতে পেরেছিল। ছাউনিতে থাকে বা যাতায়াত করে এমন কেউ সাহায্য করেছে জঙ্গিদের। সেই সাহায্যকারী কে বা কারা তার খোঁজ চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সেনাছাউনির পেছনের দিকে দুটি জায়গায় লোহার বেষ্টনী কেটে ভিতরে ঢুকেছিল চার জঙ্গি।

সর্বশেষ খবর