বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

উইকিলিকসের ১০ বছর

বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টিকারী বিকল্পধারার অনুসন্ধানী সংবাদমাধ্যম উইকিলিকস গতকাল ১০ বছর পূর্তি পালন করেছে। এ উপলক্ষে উইকিলিকসের পক্ষ থেকে জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে সরাসরি বক্তব্য দেন প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। উইকিলিকসের পক্ষ থেকে দশ বছর পূর্তির স্লোগান হিসেবে বলা হচ্ছে, ‘দশ বছর, দশ মিলিয়ন নথি।’ প্রথমে লন্ডনে সংবাদ সম্মেলন আয়োজন করার ঘোষণা দিলেও একদিন আগে বার্লিনে স্থানান্তর করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের কনভেনশনের গোপন নথি ফাঁস করে বেশ আলোচনা ও সমালোচনার মুখে রয়েছে উইকিলিকস। এ ছাড়া হিলারি ক্লিনটনেরও বেশ কিছু গোপন ই-মেইল ফাঁস করেছে সংবাদমাধ্যমটি। হিলারি শিবির ও ডেমোক্রেট দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, রাশিয়া ও ট্রাম্পের সঙ্গে যোগসাজশ করে উইকিলিকস এসব করছে। ২০১০ সালে সুইডেনে তার বিরুদ্ধে দায়ের করা হয় যৌন নির্যাতনের মামলা। সেই মামলায় গ্রেফতার এড়াতে অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর