Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
হাইতিতে ছড়িয়ে পড়েছে কলেরা হাইতিতে ছড়িয়ে পড়েছে কলেরা

হারিকেন ম্যাথিউর আঘাতে হাইতির দক্ষিণাঞ্চল ৯০ ভাগ ধ্বংস হয়ে পড়ার পর সেখানে ছড়িয়ে পড়েছে কলেরা। ইতিমধ্যে কলেরা আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কলেরা নিয়ন্ত্রণ কার্যক্রমের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাথিউ পরবর্তী সময়ে অন্তত ৬২ জন ওই রোগে আক্রান্ত হয়েছেন।  বেশকিছু অঞ্চলে নতুন করে কলেরা ছড়িয়ে পড়েছে। বুধবার হাইতির উপকূলে আঘাত করা ঝড়ে প্রায় ৯০০ মানুষ নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ উপকূলের কয়েকটি শহর মিশে গেছে মাটির সঙ্গে। সেখানকার বহু স্থাপনাই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কোনো কোনো এলাকায় সব স্থাপনাই ধসে পড়েছে। হাইতির দক্ষিণাঞ্চলের পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়েছে। সর্বত্র ছড়িয়ে পড়েছে বানের পানি। এই বিশাল ধ্বংসযজ্ঞের পরও ভবিষ্যৎ দিনগুলোতে সম্ভাব্য আরও বহু মৃত্যুর শঙ্কা নিয়ে কাটছে হাইতিবাসীর দিন। যুক্তরাষ্ট্রভিত্তিক…

সর্বশেষ খবর