মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইয়েমেনের সমুদ্র উপকূলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গতকাল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস এ তথ্য জানিয়েছেন। হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনি এলাকা থেকে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্ষেপণাস্ত্র দুটি পানিতে পড়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এক সপ্তাহ আগে হুতিদের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর এক সপ্তাহ পরই এ ঘটনা ঘটল। এতে করে ইয়েমেন সংঘাত  থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য ঝুঁকি বাড়ছে বলেই মনে করা হচ্ছে। পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস বলেন, ‘জাহাজে পৌঁছানোর আগেই উভয় ক্ষেপণাস্ত্র পানিতে পড়ায় নাবিকদের কেউ হতাহত হয়নি এবং জাহাজটিরও কোনো ক্ষতি হয়নি।’ নাম না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটির কারণে ইউএসএস ম্যাসনের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। তবে এসব প্রতিরোধ ব্যবস্থার কারণেই ক্ষেপণাস্ত্র দুটি সরাসরি আঘাত এড়ানো গেছে কিনা তা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।  ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলের বাব আল মানদাব প্রণালির কিছুটা উত্তরে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।  হুতিদের অস্ত্র সরবরাহ করার জন্য আঞ্চলিক শক্তি ইরানকে দায়ী করে আসছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় জানাজা নামাজে সৌদি  নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর বিমান হামলায় ১৪০ জন নিহত হওয়ার পর এ জোটের প্রতি সমর্থন পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হামলার প্রতিবাদে গতকাল ইয়েমেনে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে।  ২০১৫ সালের মার্চে শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে। এএফপি

সর্বশেষ খবর