মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীরে সরকারি ভবনে জঙ্গি হামলা

জম্মু-কাশ্মীরে একটি সরকারি ভবনে ফের হামলা চালিয়েছে জঙ্গিরা। গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে জম্মু-কাশ্মীরের পাম্পোরে এ ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকেও গুলি ছোড়া হয়। তবে জঙ্গিদের গুলিতে একজন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। জানা গেছে, পাম্পোরের ওই সরকারি ভবন ইডিআই ক্যাম্পাসে একদল জঙ্গি ঢুকে পড়ে আচমকা গুলি চালাতে শুরু করে। গুলির আওয়াজ পাওয়া মাত্র পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। দুই পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়। জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন একজন সেনা জওয়ান। সেনাবাহিনীর অনুমান, অন্তত দুই-তিনজন জঙ্গি ক্যাম্পাসের ভিতরে গাঢাকা দিয়ে রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও এই ভবনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। টানা ৪৮ ঘণ্টা জঙ্গিদের সঙ্গে লড়াই চলে সেনাবাহিনীর। সেই লড়াইয়ে তিন সেনা ও তিন জঙ্গি নিহত হয়। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর