মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মোদি থাকা অবস্থায় সম্পর্কে অগ্রগতি হবে না : পাকিস্তান

দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে। দুই দেশেই যুদ্ধাংদেহী মনোভাব প্রকাশ করছে। এ অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ মন্তব্য করেছেন ‘যত দিন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আছেন, তত দিন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই।’ গতকাল রেডিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ অঞ্চলের (দক্ষিণ এশিয়া) মঙ্গলের জন্য ভারতের সঙ্গে উত্তেজনা চায় না পাকিস্তান। তারপরও ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাবে পাকিস্তান।’ পাকিস্তানের এই পররাষ্ট্র বিশেষজ্ঞ বলেন, ‘কাশ্মীর ইস্যুতে পাকিস্তান কখনো নীতিগত অবস্থান পরিবর্তন করবে না। কাশ্মীরিদের স্বশাসনের জন্য পাকিস্তান রাজনৈতিক, নৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা সবসময় অব্যাহত রাখবে।’ উল্লেখ্য, এ দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ার মূল কারণেই কাশ্মীর ইস্যু। রেডিও পাকিস্তানকে দেওয়া ওই সাক্ষাৎকারে সারতাজ আজিজ আফগানিস্তান সম্পর্কেও কথা বলেন। ডন

সর্বশেষ খবর