শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আলেপ্পোতে ব্যাপক বিমান হামলা

সিরিয়ার সেনাবাহিনী ও রাশিয়া আলেপ্পোর বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোতে গতকাল ভোরে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। একটি পর্যবেক্ষণকারী সংস্থা এ কথা জানিয়েছে। এর আগে দামেস্ক ও মস্কোর দুই দিনের বিমান হামলায় সেখানকার অন্তত ৭১ বেসামরিক লোক নিহত হয়েছে।

এদিকে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নগরীর সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মঙ্গল ও বুধবার বিদ্রোহীদের হামলায় অন্তত ৮ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থাটি আরও জানিয়েছে, গতকাল  ভোরে বিদ্রোহী অধিকৃত আলেপ্পোর পূর্বাঞ্চলে ২০টিরও বেশি বিমান হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সরকার নিয়ন্ত্রিত এলাকায় গতকাল ভোরে বিদ্রোহীরা রকেট হামলা চালিয়েছে। এটি একটি স্কুলে আঘাত করে। এতে ৪ শিশু নিহত হয়েছে। সেনাবাহিনী আলেপ্পোকে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ২২ সেপ্টেম্বর থেকে ব্যাপক হামলা শুরু করেছে। ২০১২ সাল থেকে নগরীর পূর্বাঞ্চলটি বিদ্রোহীদের দখলে রয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেন, মঙ্গলবার বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোতে রাশিয়া ও সরকারি  বাহিনীর  হামলায়  ৫৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৭ শিশু রয়েছে। এ ছাড়াও সরকারি ও রুশ বাহিনীর আরেকটি হামলায় বুধবার ১৫ বেসামরিক লোক প্রাণ হারায়। এএফপি

সর্বশেষ খবর