রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

আত্মঘাতী বোমা হামলা

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বিবিসি জানায়, গতকাল দেশটির রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে জনাকীর্ণ বাজারের একটি তাঁবুতে আত্মঘাতী ওই হামলায় আরও ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হামলার সময় শিয়া সম্প্রদায়ের তীর্থযাত্রীরা ওই তাঁবুর ভিতর দুপুরের খাবার খাচ্ছিলেন। তাত্ক্ষণিকভাবে এই হামলার দায়  কেউ স্বীকার করেনি। তবে এ বছর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বাগদাদে এ ধরনের বেশ কয়েকটি হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে। বিবিসি।

পদদলিত হয়ে নিহত ১৯

উত্তরপ্রদেশের বারানসিতে পদদলিত হয়ে ১৯ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। গতকাল ধর্মীয় সভা চলাকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বারানসি ও চন্দৌলির মাঝে রাজঘাট ব্রিজের ওপর। নিহতদের মধ্যে ১৪ জন নারী রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে ধর্মীয় গুরু জয় গুরুদেবের একটি সভা ছিল সেখানে। তাতে যোগ দিতে গঙ্গা নদীর পাশে ধোমি গ্রামের উদ্দেশে রওনা দিচ্ছিলেন প্রায় কয়েক হাজার পুণ্যার্থী। কলকাতা প্রতিনিধি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর