বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বন্ধ হচ্ছে না এনডিটিভি

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ওপর জারি করা ২৪ ঘণ্টার সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।  গত বুধবার ‘স্পর্শকাতর সংবাদ’ প্রকাশের অভিযোগ এনে ৯ নভেম্বর মধ্যরাত থেকে টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। সোমবার ভারতের সুপ্রিমকোর্ট সরকারকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দেয়। সেই সঙ্গে গতকাল আত্মপক্ষ সমর্থন করে আদালতে এনডিটিভিকে বক্তব্য দেওয়ার দিন ধার্য করা হয়। চলতি বছরের জানুয়ারিতে পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলার সময় এনডিটিভির প্রতিবেদনে ‘কৌশলগত ও স্পর্শকাতর’ কিছু তথ্য পরিবেশন করে অভিযোগ করে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল। তবে এনডিটিভি কর্তৃপক্ষ সরকারের অভিযোগ অস্বীকার করে জানায়, ওই ঘটনার সময় তাদের চ্যানেলে সম্প্রচারিত সব প্রতিবেদন নিশ্চিতভাবেই ‘ভারসাম্য’ ছিল। পাঠানকোটের জঙ্গি হামলায় ভারতীয় সাত সেনা ও ছয় জঙ্গি নিহত হয়েছিল। ভারতের দাবি, পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ পাঠানকোট ঘটনার জন্য দায়ী ছিল। ঘটনার পর পাকিস্তান থেকেও একটি দল তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছিল। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অভিযোগ তুলেছিল, হামলা চলাকালীনই পাঠানকোট বিমান ঘাঁটির  কোথায় অস্ত্রভাণ্ডার আছে, যুদ্ধবিমানগুলো কোথায় রাখা আছে, এ ধরনের কৌশলগত তথ্য প্রতিবেদনে তুলে ধরেছিল এনডিটিভি। এ নিয়ে চ্যানেলটির কাছে নোটিসও পাঠানো হয়। পরে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে এনডিটিভি ইন্ডিয়া তাদের বক্তব্য জানায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর