বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পুতিনের ভয়ে তটস্থ ন্যাটোর তিন লাখ সেনা!

বিশ্ব ক্ষমতায়নের নতুন মেরুকরণ ফের শুরু করেছে। মার্কিন আধিপত্যে ফের ভাগ বসাতে মরিয়া রাশিয়া। যে রাশিয়া এক সময় পরাক্রমশালী ছিল। ৯০ এর দশকে দেশটি ভেঙে যাওয়ার পর ক্ষমতার চ্যুতি ঘটে। সেই রাশিয়া আবার প্রেসিডেন্ট পুতিনের হাত ধরে বিশ্ব ক্ষমতা আঁকড়ে ধরতে চায়। এমনই ধারণা পশ্চিমা দেশগুলোর বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলো আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এই ভয়ে ৩ লাখ সেনাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে ন্যাটো। ন্যাটোর মহাসচিব স্টোলটেনবার্জ চলতি সপ্তাহে প্রভাবশালী টাইমস পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করেই রাশিয়া ইউরোপে ন্যাটো সদস্যদের সম্পর্কে মিথ্যাচার করছে। এটাকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না। এ জন্য স্নায়ুযুদ্ধ অবসানের পর আমাদের সামষ্টিক প্রতিরক্ষায় সবচেয়ে বড় শক্তি নিয়ে এর জবাব দিচ্ছি।’ গত বছর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার সম্পর্ক অবনতি হতে শুরু করে। ক্রিমিয়া দখলের পর ইউরোপ অনেকটা ভয়ও পেয়ে যায়। আর রাশিয়ার সঙ্গে ইউরোপের সর্বশেষ সম্পর্কের অবনতি ঘটে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অব্যাহত সমর্থনের কারণে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স তাদের ক্ষোভও প্রকাশ করেছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর নাটকীয়ভাবে অনেক ন্যাটো সদ্যস্যের প্রতিরক্ষা ব্যয় তুলে নেওয়া হয়। কিন্তু রাশিয়া এখনো গুরুত্ব দিচ্ছে তাদের সৈন্য বৃদ্ধিতে। প্রতিবছর এখন ১ লাখ সৈন্য প্যারেডে অংশ নিচ্ছে। ডেইলি মেইল।

সর্বশেষ খবর