বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

মিসরে তেল রপ্তানি বন্ধ

দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপড়েনের জের ধরে মিসরে অনির্দিষ্টকালের জন্য তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে সৌদি আরব। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই তেল রপ্তানি বন্ধ থাকবে বলে কায়রোকে সাফ জানিয়ে দিয়েছে রিয়াদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার সিরিয়া বিষয়ক প্রস্তাবে মিসরের সমর্থন দেওয়াকে কেন্দ্র করে রিয়াদ ও কায়রোর মধ্যে রাজনৈতিক টানাপড়েন সৃষ্টি হয়। গত এপ্রিলে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কায়রো সফরের সময় দুই দেশ ২ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের তেল চুক্তি সই করে।

গোলার দাম ৮ লাখ ডলার

মার্কিন সর্বাধুনিক জুমওয়াল্ট শ্রেণির যুদ্ধজাহাজে ব্যবহারের লক্ষ্যে তৈরি অত্যাধুনিক কামান নিয়ে বিপদে পড়েছে দেশটির নৌবাহিনী। এ কামানের প্রতিটি গোলার দাম ৮ লাখ ডলার হওয়ায় এখন এর বিকল্প খুঁজছে তারা। লং রেঞ্জ ল্যান্ড-অ্যাটাক প্রজেকটাইল বা এলআরএলএপি নামের এ কামানের ১৫৫ মিলিমিটার গোলা দিয়ে ৮০ মাইল দূর থেকে নির্ভুলভাবে শত্রু অবস্থানের ওপর হামলা করা যায়। এ কামান থেকে প্রতি মিনিটে ১০টি গোলা ছোড়া সম্ভব। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর