শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘ট্রাম্পের বিতর্কিত নীতির বিরোধিতা করব’

‘ট্রাম্পের বিতর্কিত নীতির বিরোধিতা করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির পরাজয়ে লস অ্যাঞ্জেলসে ট্রাম্পের প্রতীক নিয়ে তার প্রতি বিক্ষোভ দেখান হিলারি সমর্থকরা — সিএনএন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট মনোনয়ন লড়াইয়ে হিলারি ক্লিনটনের কাছে পরাজিত বার্নি স্যান্ডার্স জানিয়েছেন ট্রাম্পের বিতর্কিত নীতির তীব্র বিরোধিতা করবেন। ট্রাম্প ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার  প্রেক্ষাপটে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।  মঙ্গলবার ঐতিহাসিক এক নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। বরাবরের মতো অভিবাসী ও মুসলিমবিরোধী বক্তব্য দিয়েছেন ট্রাম্প। জলবায়ু পরিবর্তনের সত্যতা স্বীকার করেন না তিনি এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই প্রেক্ষাপটকে সামনে রেখেই ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ট্রাম্প যদি সত্যি সত্যি শ্রমিক পরিবারদের জীবন উন্নয়নে পলিসি গ্রহণ করে তাহলে আমি এবং অন্য প্রগতিশীলরা তার সঙ্গে কাজ করতে রাজি আছি। কিন্তু তিনি বর্ণবাদী, অভিবাসী বিদ্বেষী ও পরিবেশবিরোধী নীতি প্রণয়ন করতে চাইলে তার প্রবল বিরোধিতা করব। গার্ডিয়ান।

সর্বশেষ খবর