শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুশ্চিন্তার কারণ নেই অভিবাসীদের!

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এখনই অভিবাসীদের দুশ্চিন্তার কারণ নেই বলে মত দিয়েছেন এক মার্কিন অভিবাসন বিশেষজ্ঞ। মঈন চৌধুরী নামের এই বিশেষজ্ঞ জানিয়েছেন, বৈধ অভিবাসী বা যাদের অভিবাসন-প্রক্রিয়া কোনো আইনানুগ প্রক্রিয়ায় আছে, তাদের উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন সীমা খানম। বললেন,  মেয়েকে বাংলাদেশে নিয়ে বিয়ে দিয়েছেন। মেয়ের জামাই এখন যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কি-না, সে প্রশ্ন তার। ১০ বছর ধরে নিউজার্সিতে বসবাস করা সাইফুল ইসলাম জানতে চাইলেন, তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন ঝুলে আছে। এখন কি আমেরিকা থেকে তাকে চলে যেতে হবে? বুধবার দিনভর এমন উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন প্রশ্ন ছিল অনেকের মুখে। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী ও মুসলিমবিরোধী বক্তব্য প্রবাসীদের হিলারির পক্ষে প্রকাশ্য অবস্থান নিতে সহায়তা করে। ট্রাম্প বিজয়ী হওয়ার পর তাই অনেকে মুষড়ে পড়েছেন। আমেরিকার দীর্ঘদিনের পারিবারিক অভিবাসন চলমান থাকবে কি-না, এ নিয়েও সংশয় প্রকাশ করছেন অনেকে। ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ বড় বেশ কয়েকটি নগরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ক্ষোভ-বিক্ষোভ আর অসন্তোষের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিবাসীরা। এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা কিছু নির্বাহী আদেশ দিয়ে অবৈধ অভিবাসীদের সুবিধা দিয়েছিলেন। এসব সুবিধা ছিল নেহাত সাময়িক। নতুন  প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর এ নির্বাহী আদেশ বাতিল করতে পারেন। ধারণা করা হচ্ছে, আইন প্রণয়ন করে অভিবাসনের ওপর কড়াকড়ি আনার তোড়জোড় হবে ট্রাম্পের শাসনামলে। অনলাইন

সর্বশেষ খবর