শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

অনাস্থা ভোটের মুখে জুমা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল পার্লামেন্টে নতুন করে অনাস্থা ভোটের মুখোমুখি হয়েছেন। তবে তার দলের মধ্যে ব্যাপক ক্ষোভ থাকা সত্ত্বেও তিনি এ ভোটে পার পেয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। জুমা তার শাসনামলে নানা খারাপ বিতর্কের জন্ম দিয়েছেন। গত সপ্তাহেও তার বিরুদ্ধে নতুন করে অসদাচরণের অভিযোগ ওঠায় চাপের মুখে পড়েন। দুর্নীতির মামলা তদন্তের পর তার বিরুদ্ধে এমন অভিযোগ  তোলা হয়। এএফপি

নির্যাতনের অভিযোগ

ইরাকের ফেডারেল পুলিশের  পোশাকধারী লোকজন মসুলের দক্ষিণাঞ্চলীয় গ্রামবাসীর ওপর নির্যাতন চালাচ্ছে ও তাদের হত্যা করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একথা জানিয়েছে। ইসলামিক  স্টেটের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে শুরা ও কাইয়ারাহ সাব-ডিস্ট্রিক্টের ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে জিহাদি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এই অভিযোগের ব্যাপারে ইরাকের কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে  কোনো মন্তব্য করেনি। এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর