সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আলেপ্পোর বড় অংশ নিয়ন্ত্রণে নিল সরকারি বাহিনী

আলেপ্পোর বড় অংশ নিয়ন্ত্রণে নিল সরকারি বাহিনী

সিরিয়ার সবচেয়ে বড় জেলা মাসাকেন হানানোর নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী —এএফপি

সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের দখলকৃত আলেপ্পোর পূর্বাঞ্চলের একটি বড় অংশ পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আলেপ্পোর উত্তর-পূর্বে সবচেয়ে বড় জেলা মাসাকেন হানানোর পুনঃনিয়ন্ত্রণের মাধ্যমে সিরিয়ার সেনাবাহিনীকে বিরোধীদের দখলকৃত অন্যান্য এলাকার নিয়ন্ত্রণের পথ সুগম করে দিতে পারে। সরকারি বাহিনীর ভাষ্য, মাসাকেন হানানোর পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। জেলাটির পুনর্দখল সরকারি বাহিনীর জন্য তাত্পর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

১৫ নভেম্বর আলেপ্পোর পূর্বাঞ্চল পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে বাশার সরকার বড় ধরনের অভিযান শুরু করে। এর ফলে সেখানকার প্রায় ২ লাখ ৭৫ হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় ২১২ বেসামরিক  লোক প্রাণ হারিয়েছে। মানবাধিকার সংস্থাটি আরও জানায়, নিহতদের মধ্যে ২৭ শিশু রয়েছে। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ওই এলাকায় চিকিৎসা সরঞ্জাম ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। আলেপ্পোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে সাড়ে ছয় বছরের এ যুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্য একটি বড় ধরনের বিজয়। ২০১২ সালে বিদ্রোহীরা সর্বপ্রথম আলেপ্পোর মাসাকেন হানানোকে দখল করে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, এখন ওই এলাকা ‘সম্পূর্ণভাবে’ সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সৈন্যরা সেখান থেকে মাইন ও বোমা অপসারণ করছে। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরির প্রধান আবদেল রহমান বার্তা সংস্থা গণমাধ্যম বলেন, সেনারা এখন পূর্ব আলেপ্পোর উত্তরাঞ্চলীয় এলাকাগুলোকে দক্ষিণাঞ্চলীয় এলাকার সঙ্গে বিচ্ছিন্ন করার কাছাকাছি পর্যায়ে রয়েছে। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর