শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অ ন্য খ ব র

আদব কায়দা শিক্ষা

জর্জিয়ার রাজধানী তিবলিসির নগর সরকারের কর্মকর্তাদের সরকারি খরচে আদব-কায়দা শেখানোর পরিকল্পনা করা হয়েছে। নগরের মেয়রের অফিস থেকে  ঘোষণা করা হয়েছে, নগর সরকারের ৩৮ জন কর্মকর্তাকে আদব-কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়া হবে। তার জন্য একটি প্রশিক্ষক নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মেয়র অফিসের কর্মকর্তা নাটিয়া লাটারিয়া জর্জিয়ার রুস্তাভি টিভি চ্যানেলকে বলেছেন, কর্মচারীদের ওপর চালানো একটি জরিপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পোশাক নির্বাচন এবং খাবার টেবিলের আদব-কায়দা কর্মকর্তাদের জন্য অত্যন্ত জরুরি। আর সে কারণেই এই উদ্যোগ। নগর সরকারে বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্টের কাউন্সিলর ইরাকি নাদিরাদজে বলেন, এভাবে টাকা নষ্ট করার এই পাঁয়তারার পেছনে যারা রয়েছেন তাদের জবাবদিহি করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর