শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আজ নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান যাচ্ছেন না ডিলান

নিজস্ব প্রতিবেদক

আজ ১০ ডিসেম্বর। সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিশ্বের সবচেয়ে চৌকস ও চোখ ধাঁধানো এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে নোবেলজয়ীরা ছাড়াও সারা বিশ্ব থেকে এসেছেন বহু অতিথি। কিন্তু এবারের সাহিত্যে নোবেল বিজয়ী আমেরিকান কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলান অনুষ্ঠানে আসছেন না বলে আক্ষেপ থেকেই গেল।

ইতিমধ্যে এ অনুষ্ঠানের জন্য প্রথাগত রীতিনীতির রিহার্সাল, বিশেষ বিশেষ অতিথির  বিশেষ  ধরনের ড্রেসের ট্রায়াল, সাজসজ্জা, খাবার মেন্যু আর নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করে নেওয়া হয়েছে। চলছে বিজয়ীদের সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার এবং বিশেষ স্থান পরিদর্শন।

আজ সকাল ১০টায় স্টকহোমের কনসার্ট হাউসে এবারের নোবেল বিজয়ীদের জানানো হবে রাষ্ট্রীয় অভ্যর্থনা। এরপর কনসার্ট হলে বিকাল সাড় ৪টায় শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সুইডেনের রাজা কার্ল গুস্তাফ এ বছরের বিজয়ীদের হাতে তুলে দেবেন একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৮০ লাখ সুইডিশ ক্রোনার। সুইডেনের রাজপরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন সুইডেনের মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, নোবেল বিজয়ীদের নিকট আত্মীয়স্বজন এবং বিশিষ্ট ব্যক্তিরা।

সর্বশেষ খবর