শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হয়েছে। উভয় পক্ষের সম্মতিতে এবং রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশজুড়ে এ অস্ত্রবিরতি কার্যকর হয়। অস্ত্রবিরতির আওতায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী ৬২ হাজার বিদ্রোহীর ওপর হামলা চালাবে না। একই সঙ্গে বিদ্রোহীরাও সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো থেকে বিরত থাকবে। জঙ্গি সংগঠন আইএস, আল কায়েদা সংশ্লিষ্ট জাবাথ ফাতেহ আল শাম এবং কুর্দি ওয়াইপিজি বিদ্রোহীরা বাদে অন্যান্য সিরীয় সশস্ত্র বিদ্রোহী সংগঠন এ অস্ত্রবিরতি মেনে নিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অস্ত্রবিরতির প্রথম কয়েক ঘণ্টায় কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। তবে স্থানীয় হামা প্রদেশে সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিএনএন।

সর্বশেষ খবর