শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্ষমতা বাড়ছে এরদোগানের

ক্ষমতা বাড়ছে এরদোগানের

তুরস্কের পার্লামেন্ট দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নির্বাহী ক্ষমতা বাড়াতে যাচ্ছে। এ লক্ষ্যে ইতিমধ্যে সংবিধান সংশোধনের খসড়া একটি বিলও অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টারি কমিশন। নয় দিনের এক বিতর্ক শেষে গতকাল বিলটি অনুমোদন দেয় কমিশন। এ নিয়ে সংসদে আগামী বসন্তে গণভোট অনুষ্ঠিত হবে। জনগণের সমর্থন পেলেই বিলটি আইনে পরিণত হবে। এরই মধ্যে নতুন উদ্যোগে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন দল একেপি এবং জাতীয়তাবাদী দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি। নতুন আইনে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করা হবে এবং প্রেসিডেন্ট ও নির্বাহী প্রেসিডেন্ট পূর্ণ নির্বাহী ক্ষমতা ভোগ করবেন। পার্লামেন্টের ১৭টি সেশনে বিলটিতে অনুমোদন দিল পার্লামেন্টারি কমিশন। খসড়া প্রস্তাবনায় প্রেসিডেন্ট একই সঙ্গে দলের সদস্যও থাকতে পারবেন। আল জাজিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর