মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নাইটক্লাবে হামলার দায় স্বীকার করল আইএস

ইস্তাম্বুল হামলা

তুরস্কের ইস্তাম্বুলে খ্রিস্টীয় নববর্ষের রাতে একটি অভিজাত নাইটক্লাবে হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।  গতকাল এক বিবৃতিতে এ কথা জানায় জিহাদি এ গোষ্ঠীটি। নতুন বছরের প্রথম প্রহরে অজ্ঞাত এক বন্দুকধারী শহরটির জনপ্রিয় রেইনা নাইটক্লাবে নির্বিচার গুলিবর্ষণ করে। এতে ৩৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হন আরও প্রায় ৭০ জন। ঘটনার পরপরই হামলাকারী পালিয়ে যায়। তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। আইএসের ওই বিবৃতিতে বলা হয়, ‘আমাদের এক বীর সেনা হামলাটি চালিয়েছে।’ সিরিয়ার তুরস্কের অভিযানের জবাবেই এ হামলা চালানো হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়। জঙ্গি এ গোষ্ঠীটি গত বছর তুরস্কে অন্তত দুটি বড় ধরনের প্রাণঘাতী সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ধরনের গোষ্ঠীগুলো তুরস্কজুড়ে ‘বিশৃঙ্খলা সৃষ্টির’ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোগান। তিনি বলেন, ‘তারা আমাদের জনগণের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছে সংগঠনটি। আর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সওলু জানান, হামলার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। আমরা আশা করছি, হামলাকারী শিগগিরই ধরা পড়বে।’ এদিকে, নিহত ৩৯ জনের মধ্যে ১১ জন তুর্কি নাগরিক, বাকিদের মধ্যে সৌদি আরবের সাতজন, ইরাকের চারজন, লেবাননের তিনজন এবং জর্দান, ভারত ও মরক্কোর ২ জন করে নাগরিক রয়েছেন। এ ছাড়া সিরিয়া, ইসরায়েল, ফ্রান্স, তিউনিসিয়া, বেলজিয়াম, কুয়েত, কানাডা ও রাশিয়ার একজন করে নাগরিক নিহত হয়েছেন। বিবিসি।

সর্বশেষ খবর