শিরোনাম
মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পুতিনে গদ গদ ট্রাম্প

পুতিনে গদ গদ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়াই যে কম্পিউটার হ্যাকিং করেছিল, সে ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা ও নাগরিকরা এক বাক্যে বিশ্বাস করে। কিন্তু এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হ্যাকিং অভিযোগের জেরে রাশিয়ার উপরে বেশ কিছু নিষেধাজ্ঞা চাপিয়ে আমেরিকায় কর্মরত ৩৫ জন রুশ অফিসারকে বহিষ্কার করেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু এত কিছু হওয়ার পরেও ফ্লোরিডায় মার আ লাগো এস্টেটে নববর্ষের পার্টিতে ঢোকার আগে ট্রাম্প বলছেন, ‘বিষয়টি নিয়ে আমরা যদি ঠিক না জানি, তা হলে সেটা অন্যায্য হবে। হ্যাকিংয়ে অন্য কারও হাতও থাকতে পারে। আমি এমন অনেক কিছু জানি, যেগুলো অনেকেই জানে না। তাই আমরা নিশ্চিত নই।’ ট্রাম্প ঠিক কী জানেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মঙ্গল বা বুধবার কিছু জানতে পারবেন আপনারা।’ এর পরে হবু প্রেসিডেন্টের সতর্কবার্তা, কোনো কম্পিউটারই হ্যাকিং থেকে সুরক্ষিত নয়। তার চেয়ে বরং সবাই কলম এবং কাগজ ব্যবহার করুক, চান ট্রাম্প। তার কথায়, ‘যদি তেমন গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার হয়, তা হলে সেটা লিখে ফেলুন। তার পর যাকে জানানোর কুরিয়ার করে দিন। পুরনো অভ্যাস হলেও এটা কিন্তু নিরাপদ।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর