মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ওলাঁদের বাগদাদ সফরকালে বোমা হামলা, নিহত ৩৫

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের ইরাক সফরের সময়েই বাগদাদের একটি জনসমাগমস্থলে আত্মঘাতী হামলা হয়েছে। হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন জন পুলিশ রয়েছেন। হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বাগদাদের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় শহর সদরে আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ৬১ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানান, ওলাঁদ বাগদাদের কাছে ইরাকি কাউন্টার-টেরোজিম সার্ভিস একাডেমি পরিদর্শনের পরই এ হামলার ঘটনা ঘটে। পরিদর্শনের সময়ে সেখানে অবস্থানরত ফরাসি সেনাদের তিনি আইএসের বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আইএসে বার্তা সংস্থা আমাক জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন শিয়া মুসলিমরা। একই দিনে শিয়াদের পবিত্র শহর বলে পরিচিত নাজাফ শহরেও হামলার ঘটনা ঘটেছে। সদর শহরে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর এ হামলা চালানো হয়। হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন।  বিবিসি।

এ ছাড়া গতকাল বাইজি শহরের একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে। এতে চার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে শনিবার দেশটির একটি ব্যস্ত বাজারে দুটি দোকানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

সর্বশেষ খবর