শিরোনাম
মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ব্রাজিলে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৬০

ব্রাজিলে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৬০

ব্রাজিলের আমাজনাস রাজ্যের এক কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৬০ বন্দী নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এজেন্সিয়া ব্রাসিল জননিরাপত্তাবিষয়ক মন্ত্রীর বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এ কথা জানায়। পুলিশ জানায়, রবিবার দুপুরের পর শুরু হওয়া এ দাঙ্গা গতকাল সকালের দিকে শেষ হয়। প্রায় ১৭ ঘণ্টা স্থায়ী দাঙ্গার ঘটনাটি ঘটে মানাউস শহরের আনিসিয়ো জবিম প্রিজন কমপ্লেক্সে। কারাগারটির ধারণক্ষমতা ৪৫৪ হলেও এটিতে প্রায় ৬০০ বন্দী রাখা হয়।

দুটি সন্ত্রাসী সংগঠনের মধ্যে দ্বন্দ্বের জেরে দাঙ্গার সূত্রপাত হয়। এ ঘটনায় ঠিক কতজন বন্দী জেলখানা থেকে পালিয়ে গেছে এ ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিত নয়। রবিবার বিকালে দাঙ্গা শুরুর পর ছয় বন্দীর মুণ্ডুবিহীন লাশ কারাপ্রাচীরের ওপর দিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয়। ব্রাজিলের জনাকীর্ণ কারাগারগুলোতে কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক সহিংসতার ঘটনা। জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সার্জিও ফন্তেস এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। উল্লেখ্য, অক্টোবরে রোরাইমা রাজ্যের বোয়া ভিস্তা এলাকায় এমনই এক কারাদাঙ্গায় অন্তত ২৫ বন্দী নিহত হয়েছিল এবং পেরনামবুকো রাজ্যের কারুআরুতেও নিহত হয়েছিল সাত তরুণ। কারাগারে আধিপত্যের দ্বন্দ্বকে কেন্দ্র করে রবিবার দুই প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের সংঘর্ষ থেকে দাঙ্গার সূত্রপাত হয়। সোমবার ভোরের দিকে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তাবাহিনী। নিহতদের সবাই কারাবন্দি বলে নিশ্চিত করেছে ব্রাজিলের কর্তৃপক্ষ।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান সার্গিও ফনটেস।

উল্লেখ্য, ব্রাজিলের কারাগারগুলো অতিরিক্ত বন্দির ভারে জর্জরিত। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর ব্রাজিলেই কারাগারে বন্দির সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে প্রায়ই দাঙ্গা সংঘটিত হয়। মানবাধিকার সংগঠনগুলো দেশটির কারাগারের দুরবস্থার বরাবরই নিন্দা জানিয়ে আসছে। তারপরও সেগুলোর অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তাই কয়েকদিন পরপরই ব্রাজিলের কারাগারগুলোতে দাঙ্গায় হতাহতের ঘটনা ঘটছে। মানাউস শহরের কারাগারটির ঘটনা এর সর্বশেষ উদাহরণ। রয়টার্স, সিএনএন।

সর্বশেষ খবর