শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘ওবামাকেয়ার’ বাতিলের কাজ শুরু করলেন ট্রাম্প

‘ওবামাকেয়ার’ বাতিলের কাজ শুরু করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে গতকাল রিপাবলিকান সমর্থিত একটি বাজেট প্রস্তাবনা ৫১-৪৮ ভোটে পাস হয়েছে। প্রস্তাবনাটি পাসের মধ্য দিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গৃহীত বহু আলোচিত স্বাস্থ্যনীতি (যা ওবামাকেয়ার নামে পরিচিত) বাতিলের ক্ষেত্রে রিপাবলিকানরা একধাপ এগিয়ে গেল। আজ শুক্রবার প্রস্তাবনাটির ীপর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। পরে আগামী মাসের শুরুতে আইনটি বাতিলের লক্ষ্যে কংগ্রেসে চূড়ান্তভাবে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় থেকেই ‘ওবামাকেয়ার’ বাতিলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন। আর নির্বাচনে জয়লাভ করার পর তিনি আইনটি বাতিলের কথা বারবার পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্পের ক্ষমতাগ্রহণের পরপরই ওবামা প্রশাসনের গৃহীত যে আইনগুলো বাতিল করা হতে পারে বলে শোনা যাচ্ছে তার মধ্যে ‘ওবামাকেয়ার’ একটি। অবশ্য স্বাস্থ্য আইনটির পুরোপুরি বাতিল করা হবে না বলে ট্রাম্প ইতিমধ্যে জানিয়েছেন। এর বিতর্কিত কিছু অংশ বাতিল করা হবে বলে তিনি জানিয়েছেন। প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাককার্থি একটি রক্ষণশীল রেডিও প্রোগ্রামকে জানিয়েছেন যে, রিপাবলিকানরা ওবামার স্বাস্থ্যনীতি বাতিল করার পরিকল্পনা করছে এবং ফেব্রুয়ারির মধ্যেই এর কয়েকটি অংশ পাল্টাতে চায়। তবে অপর রিপাবলিকানদের মত, এক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। এদিকে, আইনিভাবে বাধ্যতামূলক নয় ওই বাজেট প্রস্তাবনাটির বিপক্ষে যেসব সিনেটর ভোট দিয়েছেন তারা এ ঘটনাকে ‘হতাশাজনক, অনৈতিক ও লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। টুইটারে বিভিন্ন বার্তায় তারা ওবামার স্বাস্থ্যনীতি বাতিলের সম্ভাব্য পরিণতির ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন। ডেমোক্রেট দলীয় এসব সিনেটরদের মতে, এটি বাতিল হলে লাখ লাখ আমেরিকান তাদের স্বাস্থ্যবীমা হারাবেন। সিএনএন।

সর্বশেষ খবর