শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অপহৃত মার্কিন-অস্ট্র্রেলীয় নাগরিকের ভিডিও প্রকাশ

অপহৃত মার্কিন-অস্ট্র্রেলীয় নাগরিকের ভিডিও প্রকাশ

আফগানিস্তানে অপহৃত যুক্তরাষ্ট্র্র ও অস্ট্রেলিয়ার দুই নাগরিকের ভিডিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। চলতি বছরের ১ জানুয়ারি ভিডিওটি ধারণ করা হয়। অনলাইনে পোস্ট করা ভিডিওতে অপহৃত দুজন ‘ভালো অবস্থায় রয়েছেন’ বলতে শোনা যায়। অপহৃতরা হলেন— মার্কিন নাগরিক কেভিন কিং এবং অস্ট্রেলীয় নাগরিক টিমোথি উইকস। তারা কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। গত বছরের আগস্টে ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে নিরাপত্তা বাহিনীর  পোশাক পরিহিত সশস্ত্র কয়েকজন ব্যক্তি তাদের তুলে নিয়ে যায়। এর পরের মাসেই আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনী তাদের উদ্ধারে অভিযান চালায়। কিন্তু সেই অভিযান ব্যর্থ হয়।  পরে অপহৃতরা যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের ছাড়াতে বন্দী বিনিময়ের প্রস্তাব দেওয়ার আবেদন জানান। সমঝোতা না করলে তাদের হত্যা করা হবে বলে ভিডিওতে হুমকি দিয়েছে জঙ্গীরা।  এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবানের ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য করতে কিংবা এর নির্ভরযোগ্যতা সম্পর্কে অস্বীকৃতি জানিয়েছে। আর অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে অপহৃত তাদের নাগরিককে নিরাপদে মুক্ত করতে অন্যান্য সরকারের সঙ্গে তারা নিবিড়ভাবে কাজ করছে।  বিবিসি।

সর্বশেষ খবর