শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাগরে নামল ভারতের দ্বিতীয় স্করপেন ডুবোজাহাজ

সাগরে নামল ভারতের দ্বিতীয় স্করপেন ডুবোজাহাজ

সমুদ্রে নামল ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় স্করপেন সাবমেরিন। মুম্বাইয়ের মাজাগাঁও ডক থেকে আনুষ্ঠানিকভাবে এই ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিনটিকে গতকাল পানিতে নামানো হয়েছে। কাল থেকেই এটির পরীক্ষামূলক সমুদ্রযাত্রাও শুরু হয়েছে। টর্পেডো এবং অ্যান্টি-শিপ মিসাইল ব্যবহার করে হামলা চালাতে সক্ষম এই ডুবোজাহাজ। ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে মোট ছয়টি স্করপেন ক্লাস সাবমেরিন তৈরি করছে ভারত। মোট খরচ ৩০০ কোটি ডলার। এ গোত্রের প্রথম সাবমেরিন আইএনএস কলবরী। গত বছরেই সেটিকে সমুদ্রে নামানো হয়। এর পরীক্ষামূলক অভিযান প্রায় শেষ পথে। সেটি খুব শিগগিরই ভারতীয়  নৌসেনায় কমিশনড হবে। তার মধ্যেই দ্বিতীয় স্করপেন ক্লাস অ্যাটাক সাবমেরিন আইএনএস খান্ডেরি নৌসেনার হাতে চলে এলো। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে এবং  নৌসেনার প্রধান অ্যাডমিরাল সুনীল লানবার উপস্থিতিতে খান্ডেরির আনুষ্ঠানিকভাবে সমুদ্রে নেমেছে। ভারতীয় নৌবাহিনী জানায়। এ ধরনের আরও চারটি ডুবোজাহাজ নৌবহরে যুক্ত হবে। তার মধ্যে এ বছরের শেষ নাগাদ তৃতীয় সাবমেরিনটি পানিতে নামবে। এনডিটিভি।

সর্বশেষ খবর