রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাকির নায়েককে সমন

কলকাতা প্রতিনিধি

জাকির নায়েককে সমন

ইসলাম ধর্মের বিতর্কিত প্রচারক জাকির নায়েক এবং তার এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) পৃথক সমন পাঠাল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) অনুযায়ী শুক্রবারই জাকির নায়েককে সমন পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার জাকির নায়েক ও আইআরএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ইডি।

ইডির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জাকির নায়েক যেহেতু দেশের বাইরে তাই তাকে সমন পাঠানো হয়েছে। পৃথক সমন পাঠানো হয়েছে তার এনজিওকেও। জাকির নায়েককে বলা হয়েছে, চলতি মাসের মধ্যেই তাকে ইডির মুখোমুখি হতে হবে। জিজ্ঞাসাবাদের সময় জাকিরের পুরো বক্তব্য রেকর্ড করে রাখা হবে বলে জানান তিনি। সম্প্রতি জাকির নায়েক ও তার এনজিও আইআরএফের ৭৮টি ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখার কথা ঘোষণা দিয়েছে এনআইএ। পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসায় প্রায় ১০০ কোটি রুপি বিনিয়োগের অভিযোগও উঠেছে জাকিরের এনজিওর বিরুদ্ধে। ওই টাকার উৎস কী তা জানতেই মূলত সমন পাঠানো হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন জাকির নায়েক। গত বছর ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরই জাকির নায়েককে নিয়ে আলোচনা শুরু হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর