Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৪০

যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রেফতার বন্ধের দাবিতে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রেফতার বন্ধের দাবিতে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে অভিবাসীদের গ্রেফতার অভিযানের কঠোর সমালোচনা করে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে নিউইয়র্ক, টেক্সাস, লসএঞ্জেলেস, ভার্জিনিয়া প্রভৃতি স্থানে বিক্ষোভ হয়েছে। সব স্থানে ট্রাম্পবিরোধী স্লোগানে ভরে ওঠে। গত পাঁচ দিনে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আরিজোনা, ইলিনয়, জর্জিয়া, নিউইয়র্ক, নর্থ ক্যারলিনা, ফ্লোরিডা, নিউজার্সি, মিনেসোটা প্রভৃতি অঙ্গরাজ্যে অভিযান চালায় ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইস) এর এজেন্টরা। কতজনকে গ্রেফতার করা হয়েছে তা নির্দিষ্টভাবে জানায়নি আইস। তবে এসব ধরপাকড়ের মনিটরিংকারী কয়েকটি স্বেচ্ছাসেবক সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, অন্তত ৭০০ জনকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। হঠাৎ করে অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানে যুক্তরাষ্ট্রের অভিবাসীরা ভয়  পেলেও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জন কেলী মিডিয়াকে জানান, ‘এটি বিশেষ কোনো কর্মসূচি নয়। চলমান স্বাভাবিক একটি প্রক্রিয়ারই অংশ।’ তবে আন্দোলনকারীদের অভিযোগ গত ২৫ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী ঢালাওভাবে ধরপাকড় শুরু করা হয়েছে। এনআরবি নিউজ।


আপনার মন্তব্য