বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিলে আপিল করবেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। কিন্তু দুদিন পরই দেশটির একটি আদালত তার ওই আদেশ বাতিল করে দেয়। আদালতের এই আদেশের বিরুদ্ধে ফেডারেল আদালতে আপিল করে ট্রাম্প প্রশাসন। সেই আপিলও ট্রাম্পের বিপক্ষে চলে যায়। এরপর ট্রাম্পের জন্য পথ খোলা ছিল সর্বোচ্চ আদালতে আপিল। সর্বশেষ ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্টের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই না চালিয়ে যাওয়ার কথাই বলছেন। এমনকি বিচার বিভাগের অ্যাটর্নি মিশেল বেনেট স্বাক্ষরিত ফাইল থেকে যে তথ্য পাওয়া যায় তাতে ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষে সুপ্রিম কোর্টে আপিলের কোনো সম্ভাবনার কথা উল্লেখ নেই।

সর্বশেষ খবর