শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইসরায়েলে হামলার হুমকি হিজবুল্লাহর

ইসরায়েল সংযত হয়ে না চললে রকেট হামলা চালিয়ে তাদের ‘ডিমোনা’ বা পারমাণবিক চুল্লি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র দল হিজবুল্লাহ। এক টেলিভিশন ভাষণে এ হুমকি দেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ‘আমি শত্রুদের (ইসরায়েল) হাইফায় স্থাপিত তাদের অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্ক বন্ধ এবং ডিমোনার পারমাণবিক চুল্লি নিষ্ক্রিয় করার আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘শত্রুরা ভালো করেই জানে যে এই পারমাণবিক চুল্লিতে আমাদের রকেট আঘাত হানলে কী ঘটবে’। তার মতে, ফিলিস্তিনসহ প্রতিবেশী মুসলিম দেশগুলোকে ভয় দেখানোর জন্য পারমাণবিক চুল্লি স্থাপন করলেও হিজবুল্লাহ হামলা চালিয়ে একে ইসরায়েলের নিজের জন্য হুমকিতে পরিণত করবে। স্পুটনিক নিউজ

সর্বশেষ খবর