বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফিলিস্তিনিকে হত্যার দায়ে ইসরায়েলি সেনার জেল

ফিলিস্তিনিকে হত্যার দায়ে ইসরায়েলি সেনার জেল

এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যার দায়ে এক ইসরায়েলি সেনাসদস্যের দেড় বছরের জেল হয়েছে। অবশ্য এ ধরনের অপরাধের দায়ে দেশটির সেনা আইনে কোনো সেনা সদস্যের অন্তত ২০ বছরের কারাদণ্ড হওয়ার কথা। কিন্তু সরকারি কৌঁসুলিরা এজন্য বেসামরিক মানুষকে হত্যাকারী সার্জেন্ট আজারিয়ার দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরে গত বছরের মার্চে আবদুল ফাতাহ আল শরীফ (২১) নামে ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেন ইলর আজারিয়া। এর আগে অবশ্য আবদুল ফাতাহ এক ইসরায়েলি সেনাসদস্যকে ছুরিকাঘাত করেছিল। এ ঘটনায় আহত হয়েছিলেন ওই ফিলিস্তিনি নাগরিক। পরে সার্জেন্ট ইলর আহত আবদুল ফাতাহকে গুলি করে হত্যা করেন। আহত কাউকে গুলি করে হত্যার এ ঘটনা ইসরায়েলেও বেশ সমালোচিত হয়েছিল। বিবিসি।

সর্বশেষ খবর