বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘বিভেদমূলক বক্তব্য বিশ্বের জন্য বিপজ্জনক’

‘বিভেদমূলক বক্তব্য বিশ্বের জন্য বিপজ্জনক’

রাজনীতিকদের বিভেদমূলক ও মানুষকে হেয় করে দেওয়া বক্তব্য বিশ্বকে আরও বেশি বিভক্ত ও ভয়ঙ্কর করে তুলছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ প্রতিবেদনে ‘রাগান্বিত ও অপেক্ষাকৃত বিভক্তি সৃষ্টিকারী রাজনীতিক’ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এককভাবে উল্লেখ করা হয়েছে। হাঙ্গেরি, ফিলিপাইন ও তুরস্কের সরকার প্রধানদের সমালোচনা করা হয়েছে অ্যামনেস্টির প্রতিবেদনে। ‘শঙ্কা, দোষারোপ ও বিভক্তিমূলক’ রাজনীতি করার জন্য তাদের সমালোচনা করা হয়েছে। রাজনৈতিক ফায়দা লাভের আশায় নেতারা শরণার্থীদের নিয়ে খেলছেন বলে অভিযোগ করা হয়েছে অ্যামনেস্টির প্রতিবেদনে। ১৫৯টি দেশের ওপর তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপে ঘৃণামূলক বক্তব্য বেড়ে গেছে। বিবিসি।

সর্বশেষ খবর