বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দুই নারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

কিম নাম হত্যা

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সত্ভাই কিম নাম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক দুই নারীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হচ্ছে। মালয়েশীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তাদের বিরুদ্ধে আজ এ অভিযোগ আনা হচ্ছে বলে অ্যাটর্নি জেনারেল মোহামেদ আপনদি আলী গতকাল জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে ওই ধারা অনুযায়ী তাদের নিশ্চিত মৃত্যুদণ্ড হওয়ার কথা। ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের একটি বিমানবন্দরে খুন হন কিম নাম (৪৪)। খুনের সঙ্গে জড়িত সন্দেহে আটক দুই নারী হলেন ইন্দোনেশিয়ার সিতি আইসিয়াহ (২৫) ও ভিয়েতনামের দোয়ান তি হুয়ং (২৮)। ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ নামে একটি অতিবিষাক্ত বস্তু কিম নামের মুখমণ্ডলে তারা লেপে দেন বলে অভিযোগ।  বিবিসি।

সর্বশেষ খবর