বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সিরিয়ার ওপর অবরোধ আরোপে রাশিয়া ও চীনের ভেটো

যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে সিরিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের ব্যাপারে জাতিসংঘ প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দিয়েছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় সিরিয়া ২০১৩ সালে তাদের রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে সম্মত হয়। এদিকে এর আগেই রাশিয়া তাদের মিত্র দেশ সিরিয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হলে তার বিরুদ্ধে ভেটো দেওয়ার অঙ্গীকার করেছিল। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ভোটাভুটি হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের খসড়া প্রস্তাবে প্রায় ছয় বছরের যুদ্ধে রাসায়নিক হামলা সংশ্লিষ্ট সিরিয়ার ১১ জন নাগরিক ও ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এএফপি।

সর্বশেষ খবর