শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইংল্যান্ডের বৈধ রাজা দাবি!

ইংল্যান্ডের বৈধ রাজা দাবি!

প্রিন্স চার্লস, অ্যালান ইভানস

অ্যালান ভি ইভানস নামে এক ব্যক্তি নিজেকে ইংল্যান্ডের বৈধ রাজা বলে দাবি করেছেন। ইভানসের বসবাস যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে। তিনি লন্ডনের দ্য টাইমস পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়ে এই দাবি করেছেন। তাতে তিনি বলেন, তিনি হলেন কিংডম অব ওয়েলস-এর প্রতিষ্ঠাতা কুনেড্ডা উয়েডিগের বংশধর। তাই তিনি আইনত ইংল্যান্ডের বৈধ রাজা। তিনি ইচ্ছে করলেই কলোরাডো থেকে উড়ে এসে ক্ষমতা দখল করতে পারেন।  ইংল্যান্ডের বর্তমান রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হলে উত্তরাধিকার অনুযায়ী তার ছেলে প্রিন্স চার্লসেরই সিংহাসনের নতুন উত্তরাধিকারী হওয়ার কথা। বিজ্ঞাপনে ওই ব্যক্তি শুধু নিজেকে ইংল্যান্ডের বৈধ রাজাই দাবি করেননি। একই সঙ্গে তিনি রয়েল এস্টেট, সব জমিজমা, সম্পদ ও পদবী ব্যবহারের দাবি জানিয়েছেন। তবে তার এমন মালিকানা দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এ বিষয়ে ব্রিটিশ রাজপরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেইল অনলাইন।

সর্বশেষ খবর