শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আশ্রয়কেন্দ্রে আগুন ২১ কিশোরীর মৃত্যু

গুয়াতেমালায় একটি সরকারি আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ কিশোরীর মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন আরও অন্তত ৪০ জন। কেউ ইচ্ছাকৃতভাবে আশ্রয়কেন্দ্রটিতে আগুন দিয়েছে বলে স্থানীয় পুলিশের দাবি। দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস এ ঘটনায় শোক জানিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। স্থানীয় সময় বুধবার ভিরগেন ডি আসুনসিনো আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে সান জোস পিনুলা শহরে এটি অবস্থিত। দমকল বিভাগের মুখপাত্র অস্কার ফ্রাঙ্কো জানান, নিহত কিশোরীদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। আহতদের অধিকাংশই আশ্রয়কেন্দ্রের বাসিন্দা। অগ্নিকাণ্ডের সময় কেন্দ্রটিতে ৭ শতাধিক শিশু ও কিশোরী ছিল।  গুয়াতেমালার জাতীয় পুলিশ প্রধান নেরি রামোস জানান, কেন্দ্রের একদল কিশোরীর মধ্যে সংঘাতের সূত্র ধরেই এ আগুনের সূত্রপাত। দেশটির অ্যাটর্নি জেনারেলের দফতরের সেক্রেটারি জেনারেল এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। বিবিসি

সর্বশেষ খবর