শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্প হোটেলের সামনে নারী বিক্ষোভ গ্রেফতার ১৩

৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’-এ যুক্তরাষ্ট্রব্যাপী ‘এ ডে উইদাউট এ উইম্যান’ অর্থাত্ ‘নারীহীন একটি দিবস’ পালিত হলো। কর্মক্ষেত্রে নারীরা অনুপস্থিত থেকে নিজ নিজ সিটিতে অনুষ্ঠিত মানববন্ধন, বিক্ষোভ সমাবেশে অংশ নেন। নিউইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, বস্টন, লস অ্যাঞ্জেলেসেও নারীরা কর্মবিরতিতে ছিলেন। তবে এসব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দিতে হয়নি। পুরুষরাই তা চালিয়েছেন জোড়াতালি দিয়ে।

এদিকে, নিউইয়র্ক সিটিতে নারীর সম-অধিকার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে একটি অংশ ছুটে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল’-এ হামলা করতে। এ সময় কর্তব্যরত পুলিশ কমপক্ষে ১৩ জনকে গ্রেফতার করেছে। নারীর প্রতি ট্রাম্পের অশোভন কথাবার্তার প্রতিবাদে এবং কর্মক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিতের দাবিতে গত ২১ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিশাল নারী-সমাবেশের উদ্যোক্তারাই মূলত ‘এ ডে উইদাউট এ উইমেন’ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

খবর এনআরবি নিউজ।

সর্বশেষ খবর