শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কুয়ালালামপুরে খুন নামের পরিচয় নিশ্চিত

কুয়ালালামপুরে খুন নামের পরিচয় নিশ্চিত

মালয়েশিয়ায় গত মাসে খুন হওয়া উত্তর কোরিয়ার ব্যক্তিটি কিম জং নাম বলে নিশ্চিত করেছে দেশটি। মালয়েশীয় পুলিশের প্রধান আইজিপি খালিদ আবু বকর গতকাল কুয়ালালামপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন। এর ফলে এই প্রথম দেশটির পক্ষ থেকে নামের পরিচয় নিশ্চিত করা হলো। তবে খুন হওয়া ব্যক্তিটি যে কিম নাম তা কীভাবে নিশ্চিত করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন আইজিপি খালিদ। যেহেতু কেউ লাশটির ওয়ারিশ দাবি করেনি তাই এখন এটি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি। কিম নামের পরিবার আত্মগোপনে রয়েছে বলে মনে করা হয়। তবে হত্যাকাণ্ডের পর থেকে এই প্রথম তার ছেলে কিম হান সোল বুধবার একটি ভিডিওতে আবির্ভূত হন যা ভাইরাল হয়ে যায়। আর এর পরই পুলিশ তার বাবার পরিচয় নিশ্চিত করল। ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের একটি বিমানবন্দরে খুন হন উত্তর কোরীয় নেতা কিম জং উনের সত্ভাই কিম জং নাম। তাকে অতিবিষাক্ত ভিএক্স নার্ভ এজেন্ট প্রয়োগ করে খুন করা হয় বলে পুলিশ ইতিমধ্যে জানিয়েছে। কুয়ালালামপুর থেকে ম্যাকাওমুখী একটি ফ্লাইটে উঠার আগমুহূর্তে দুই নারী নামের মুখমণ্ডলে ওই বিষাক্ত বস্তু মেখে দেন বলে দাবি পুলিশের। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ইন্দোনেশীয় ও ভিয়েতনামের দুই নারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দেওয়া হয়েছে। সেইসঙ্গে পুলিশ উত্তর কোরিয়ার আরও ৭জন নাগরিককে খুঁজছেন। এদের মধ্যে চারজন নিজ দেশে ফিরে গেছে বলে মনে করা হচ্ছে। সিএনএন

সর্বশেষ খবর