মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইথিওপিয়ায় আবর্জনার স্তূপ ধসে নিহত ৪৮

ইথিওপিয়ায় আবর্জনার স্তূপ ধসে কমপক্ষে ৪৮ ব্যক্তির মৃত্যু হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে দেশটির রাজধানী আদ্দিস আবাবার পার্শ্ববর্তী একটি এলাকার কোশে ল্যান্ডফিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত এলাকায় দেড় শতাধিক মানুষের বসবাস ছিল। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বেশির ভাগ ঘরবাড়িই বিশাল আবর্জনার স্তূপের নিচে চাপা পড়েছে। তেবেজু আসরেস নামে এক বাসিন্দা জানান, মুহূর্তে তাদের ঘরবাড়ি আবর্জনার গভীরে হারিয়ে যায়।

তার মা এবং তিন বোন  সেখানে আটকা পড়েছেন। তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানেন না তিনি। এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন দেশটির যোগাযোগমন্ত্রী নেগেরি লেনচো। তিনি জানান, সরকার ওই এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের চেষ্টা করছিল। আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেখানে একটি কারখানা নির্মাণ করা হচ্ছিল। এর মধ্যেই ধসের ঘটনা ঘটল।  বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর