শনিবার, ১৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

উ. কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

উ. কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

রেক্স টিলারসন

উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। প্রথম এশিয়া সফরের অংশ হিসেবে জাপানে গিয়ে তিনি এ কথা বলেছেন। টিলারসন সরাসরি সামরিক হামলার হুমকি দেননি। তবে গত ২০ বছরের কূটনৈতিক ও অন্যান্য পথ ব্যর্থ হয়েছে উল্লেখ করে সেই ইঙ্গিত দিলেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগে জাপান সাগরে ধারাবাহিক চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এসব  ক্ষেপণাস্ত্রের তিনটি প্রায় ১,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকার মধ্যে গিয়ে পড়ে। টোকিওতে জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টিলারসন বলেন, ‘উ. কোরিয়াকে পরমাণুমুক্ত করতে গত বিশ বছরে নেওয়া কূটনৈতিক ও অন্যান্য তৎপরতা ব্যর্থ হয়েছে। একটি নতুন দৃষ্টিভঙ্গি বিনিময়ের স্বার্থও আমার সফরের সঙ্গে জড়িত।’ জাপান সফর শেষে তার দক্ষিণ  কোরিয়ায় যাওয়ার কথা। উ. কোরিয়ার চারটি ক্ষেপণাস্ত্র উেক্ষপণের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে সৃষ্ট   উদ্বেগের প্রেক্ষিতে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা বন্ধ করতে উ. কোরিয়াকে   আহ্বান জানিয়েছে চীন। বিবিসি।

সর্বশেষ খবর