শনিবার, ১৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

তুরস্কের সমালোচনা

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বে তুরস্কের রাজনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক নয় জানিয়ে দেশটির কড়া সমালোচনা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। একইসঙ্গে শরণার্থীদের স্রোত ঠেকাতে ইউরোপীয় দেশগুলোর শুধু তুরস্কের ওপর নির্ভরশীল হওয়ার নীতিরও সমালোচনা করেছেন তিনি। তিনি আরও জানান, সার্বিয়ার সঙ্গে হাঙ্গেরির সীমান্তে দ্বিতীয় বেড়া নির্মাণের কাজ মে নাগাদ শেষ হবে।

 

শরণার্থীবাহী নৌকায় হামলা

ইয়েমেনের লোহিত সাগরের উপকূলে শরণার্থীবাহী নৌকায় বিমান হামলায় কমপক্ষে ৩১ জনের প্রাণহানি হয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযুক্তকারী বাব-আল মান্দেব প্রণালির কাছে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই সোমালীয় শরণার্থী। অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠন আইওএম গতকাল এ কথা জানিয়েছে। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর