শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রোগী জিম্মি করে বিল আদায় নয়

দিল্লি হাই কোর্টের রায়

রোগীকে জিম্মি রেখে অনাদায়ী বিল আদায় করতে পারবে না হাসপাতাল। ভারতের দিল্লি হাই কোর্ট এক রায়ে এ কথা বলেছে। মধ্য প্রদেশের এক পুলিশ সদস্য ফেব্রুয়ারিতে মধ্য দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু বিল পরিশোধ করা নিয়ে ওই পুলিশ সদস্যকে জিম্মি করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় আদালতে যান তার ছেলে। তারই রায়ে ‘হাই কোর্ট ওই কথা বলেছে। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, দিল্লি শহরের একটি প্রথম শ্রেণির বেসরকারি হাসপাতাল স্যার গঙ্গারাম হাসপাতাল। ওই রোগী ছিলেন সাবেক এক পুলিশ কর্মকর্তা। তিনি ফিস্টুলা রোগে ভুগছিলেন। এ রোগের চিকিৎসায় অস্ত্রোপচারের প্রয়োজন হয়। ওই রোগীর ছেলে তার অভিযোগে বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ এজন্য তার কাছে অস্বাভাবিক বিল চেয়েছে। এর পরিমাণ ১৩ লাখ ৪৫ হাজার রুপি। এত অর্থ দিতে অস্বীকৃতি জানান তিনি। তা ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ তার পিতাকে যথাযথ চিকিৎসা দেয়নি বলেও অভিযোগ করা হয়। এজন্য তিনি তার পিতাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতেও তাকে অনুমতি দেওয়া হয়নি। তার এ অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছেন, বকেয়া থাকায় ওই রোগীকে প্রাইভেট ওয়ার্ড থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় এতেই তার ছেলে ক্ষিপ্ত হন। তাদের মোট বিল হয়েছিল ১৬ লাখ ৭৫ হাজার রুপি। তারা মাত্র ৩ লাখ ৩০ হাজার রুপি পরিশোধ করেছে। বিপুল অঙ্কের বকেয়া থাকা সত্ত্বেও ওই রোগীর একটি অপারেশন করা হয় ২১ এপ্রিল। তবে আদালতে অভিযোগকারী ছেলে দাবি করেছেন, তিনি ২০ এপ্রিল পুলিশে অভিযোগ দেওয়ার পরই ওই অপারেশন করা হয়েছে। এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন হাই কোর্ট বেঞ্চের বিচারক বিপিন সাঙ্গি ও দীপা শর্মা। তারা রায়ে বলেছেন, যদি বিল পরিশোধ না-ও হয় তবু রোগীকে ছেড়ে দিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে তারা বলেন, রোগীকে আপনারা এভাবে জিম্মি করতে পারেন না। এমন রীতি আদর্শে পরিণত হতে পারে না। যদি পাওনার অঙ্ক অনেক বেশি হয় তাহলেও সেই অর্থ পরিশোধ করতে রোগীকে জিম্মি করা যাবে না।

সর্বশেষ খবর